Programming Concept

Episode 1: TA বা Teaching Assistant

আজকে আমরা এক ফ্যাসিস্ট এর কাহিনী জানবো। তার নাম প্রভু উৎপল কান্তি দাস। উৎপল থেকে উৎ টাকে উৎখাত করে শর্ট করে প্রভুপল ডাকতে পারি আমরা।ও প্রভু কেন ডাকলাম! উনি চান ওনাকে সবাই প্রভুর মত মানুক।উনি যাহা বলিবেন তাহাই সত্য এই জগতে, আর সব মিথ্যা। ওনার ওপরে কেউ কথা বলতে পারবে না। একজন ফ্যাসিস্ট এর যা যা বৈশিষ্ট্য থাকে ওনার মধ্যে সবই আছে। কাছে থেকে ওনাকে যারা দেখেছেন আপনারা রিলেট করতে পারবেন সহজেই। উনি বিশাল এক সিন্ডিকেট বানিয়ে রাখছেন ওনার ডিপার্ট্মেন্টে।এই সিন্ডিকেটে কেবল স্টুডেন্টই না, ফ্যাকাল্টিরাও আটকা। এই বিশাল সিন্ডিকেট আমরা ধাপে ধাপে উন্মোচন করবো। এপিসোড আকারে। আজ বলতে পারেন এই সিরিজের প্রথম এপিসোড।আজ আমরা তার সো কলড "TA” সিন্ডিকেট নিয়ে কথা বলবো। ধাপে ধাপে আমরা ওনার সিন্ডিকেটের বাকি উপাদানগুলো তুলে ধরবো। আজ তাহলে দেখা যাক এই ব্যক্তিত্বহীন ছেলেপেলেগুলারে ব্যবহার করে আমাদের প্রভুপল কিভাবে তার ব্যক্তিগত কাজ করান এবং সাম্রাজ্য টিকিয়ে রাখছেন বছরের পর বছর। এবং এই টিএগুলারই বা লাভ কি টিএগিরি করে।

TA বা Teaching Assistant বলতে আপনারা আমরা কি বুঝি? এমন কাউকে বুঝি যিনি প্রফেসরকে রিসার্চে সাহায্য করবেন, স্টুডেন্টদের একাডেমিক হেল্প করবেন(১২৮ নম্বর রুমে সব ডিপার্ট্মেন্টের নির্বাচিত টিএ আছে), প্রফেসরকে কোর্স নেয়ার ক্ষেত্রে হেল্প করতে পারেন,,এইতো! অর্থাৎ পড়াশোনা রিলেটেড এরকম প্রোডাক্টিভ কিছুই করবেন!

আচ্ছা এবার আমরা প্রভুপল এর সো কলড TA গুলার কাজের লিস্ট গুলো দেখি। আমরা একটা সম্পূর্ণ দিনের রুটিন অনুযায়ী আগাই, আপনাদের বুঝতে সুবিধা হবে।

জগতে কোনো সম্পর্কই স্বার্থহীন না।আপনি কারো জন্য কিছু করলে তার থেকে বিনিময়ে কিছু আশাও করবেন। তো আমাদের এই টিএগুলা কি কি সুবিধা পায় সেটা দেখা যাক।

পরিশেষে বলা যায়, একটা ভার্সিটি পড়ুয়া ছেলে এগুলো কেনো করবে! সে কেনো তার স্যারের মাথা টিপে দিবেন, চা বানায় দিবেন, বিড়ি এনে দিবেন, স্যারের ছেলেকে স্কুলে দিয়ে আসবেন! সে পড়াশোনা করবে, রিসার্চ করবে, নিজের ক্যারিয়ার গড়বে।নিজের টাকা দিয়ে পড়ে আরেকজনের মাথা টিপে দেয়! আমার মনে হয়না এরা কখনো নিজের বাবা বা মায়ের মাথা টিপে দিয়েছেন কখনো, কপাল ছুয়ে জ্বর আছে কিনা মেপে দেখেছেন কখনো। এই নির্লজ্জগুলাকে প্রচন্ড গৌরব নিয়ে বলতে দেয়া যায় "আমি স্যারের টিএ"! তোরা টিএ না রে বাবা তোরা PA আজ থেকে। পারসোনাল এসিস্টেন্ট! ঠিক আছে? কি? পারসোনাল এসিস্টেন্ট! মনে থাকবে?